Dark
Light
Today: October 16, 2025
October 17, 2025
6 mins read

নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে বিজ্ঞাপন বন্ধ হচ্ছে

নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ত ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন—যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে ওঠানামা করেন। সাধারণত ঝলমলে বিজ্ঞাপনে ভরা থাকে স্টেশনের প্রতিটি দেয়াল। কিন্তু এবার সেই দৃশ্য বদলে গেছে পুরোপুরি। বিশাল এই স্টেশন রূপ নিয়েছে এক অনন্য শিল্প প্রদর্শনীতে।

বিশ্বখ্যাত ফটোগ্রাফার ও গল্পকার ব্র্যান্ডন স্ট্যানটন—তাঁর জনপ্রিয় প্রকল্প Humans of New York (HONY)-এর জন্য যিনি সারা বিশ্বে পরিচিত—এই প্রদর্শনীর মাধ্যমে নিউইয়র্কবাসীর প্রতি উৎসর্গ করেছেন এক ভালোবাসার চিঠি, নাম দিয়েছেন ‘Dear New York’।

প্রথমবারের মতো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এবং এর সাবওয়ে স্টেশন সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত করা হয়েছে। স্টেশনের ১৫০টিরও বেশি ডিজিটাল স্ক্রিনে এখন ঝলমল করছে হাজারো মানুষের প্রতিকৃতি ও তাঁদের জীবনের গল্প।

প্রদর্শনীতে স্থান পেয়েছে স্ট্যানটনের তোলা ১০ হাজারেরও বেশি ছবি ও সাক্ষাৎকার—নিউইয়র্ক শহরের ইতিহাসে সবচেয়ে বৃহৎ ও বৈচিত্র্যময় মানবচিত্র সংগ্রহ এটি। স্ট্যানটন নিজেই এটিকে বর্ণনা করেছেন “a love letter to the people who make New York what it is”—অর্থাৎ, সেই সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধা, যারা প্রতিদিন নিজের পরিশ্রম, সংগ্রাম আর স্বপ্ন দিয়ে এই শহরকে প্রাণবন্ত রাখেন।

প্রদর্শনীটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত, এবং এটি সবার জন্য উন্মুক্ত। স্টেশনে প্রবেশ করলেই দর্শক দেখতে পাবেন বিশাল পর্দাজুড়ে নানা মুখ—কেউ কর্মজীবী, কেউ পথশিল্পী, কেউ অভিবাসী মা, আবার কেউ বৃদ্ধা দাদি—সবাই মিলে যেন গড়ে তুলেছে এক জীবন্ত নিউইয়র্কের প্রতিচ্ছবি।

গ্র্যান্ড সেন্ট্রালের পরিবেশ আজ একেবারে ভিন্ন—কোলাহলের ভেতরও যেন একটু থেমে যাওয়া, চারপাশের মানুষকে নতুন চোখে দেখা।

এক দর্শনার্থীর ভাষায়, “প্রতিদিন এখানে শুধু ট্রেন ধরতে দৌড়াই। আজ প্রথমবার থেমে দেখলাম—এই শহরটা আসলে কত মানুষের গল্পে বোনা।”

Dear New York’ শুধু একটি শিল্প প্রদর্শনী নয়—এটি নিউইয়র্ক শহর ও তার মানুষের প্রতি এক উষ্ণ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার নিবেদন।

যে দেয়ালগুলো একসময় বিজ্ঞাপনে ভরা ছিল, সেগুলো আজ মুখর মানুষের মুখে। আর সেই মুখগুলোই যেন মনে করিয়ে দেয়—নিউইয়র্কের আসল সৌন্দর্য তার মানুষ, তার গল্প।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি

Next Story

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

Previous Story

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি

Next Story

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

Latest from Blog

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান (জাহিদ) এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয় হয়েছে। ৩ দশকেরও

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৩ অক্টোবর সকাল ৯টায়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির

ট্রাম্পের হুমকি: হামাসকে ধ্বংস করা হবে।

ট্রাম্প বললেন — হামাস গাজায় যদি আবার গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের টার্গেট করে হামলা চালায়, তাহলে তিনি হামাসকে নিশংস করে দেওয়ার পক্ষে সওয়াল করবেন। কাতারের আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

শুক্রবার স্বাক্ষরিত হচ্ছে জুলাই জাতীয় সনদ, কী থাকছে খসড়ায়

বহুল প্রত্যাশিত ‘জাতীয় জুলাই সনদ–২০২৫’–এর স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড.
Go toTop

Don't Miss

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের একটি