বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এ দেশে আর ধর্ম কিংবা চেতনার নামে কোনো রাজনৈতিক ব্যবসা চলবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা মূলত ধর্মের ব্যবসায়ী। এ দেশে ধর্মকে আর রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। আবার একাত্তরের চেতনার নামে ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আমরা বলি, শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন আর কেউ বাজারে তুলতে না পারে।”
আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।’
দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রামের মধ্যদিয়ে যাচ্ছি। কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না। এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।’
তিনি বলেন, “শুধু ভাষণ ও আশ্বাসে সীমাবদ্ধ থাকলে হবে না। ভাষণ নির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ আর শোষণ ও খালি প্রতিশ্রুতির রাজনীতি বিশ্বাস করে না। বর্তমানে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এসবের জবাব দিতে হবে। নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে, যাতে অপতথ্য ও মিথ্যা প্রচারণা দিয়ে কেউ জনসাধারণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণদেরও এ বিষয়ে সোচ্চার থাকতে হবে।”