নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ করা আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতাকর্মী। ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। মঙ্গলবার রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, “গালি কখনো সত্যকে ঢাকতে পারে না।”
জারার পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।
ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—
– একজন নাগরিক ঘুস না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
– একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
– রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
– একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
– একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
– একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া।
আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুস খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’