মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প অভিযোগ করে বলেন, বিদেশি দেশগুলো যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে—“যেন শিশুর কাছ থেকে চকলেট ছিনিয়ে নেওয়ার মতো।”
গত মে মাসে ট্রাম্প প্রথমবারের মতো মুভি শিল্পে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন, তবে তখন তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সর্বশেষ ঘোষণার পর নেটফ্লিক্সের শেয়ার দর ১ দশমিক ৪ শতাংশ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ার দর ০ দশমিক ৬ শতাংশ কমে যায়।
সিনেমার পাশাপাশি ফার্নিচার আমদানিকারক দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে উৎপাদিত নয় এমন আসবাবপত্রের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হবে। ইতোমধ্যেই তিনি আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রী রাখার ছোট আলমারির ওপর ৫০ শতাংশ এবং অন্যান্য আসবাবপত্রে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ধারণা করা হচ্ছে, এসব শুল্ক আরও বাড়ানো হতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প একের পর এক বিদেশি পণ্যে শুল্ক আরোপ করছেন। এর মধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে বড় ধরনের চাপে ফেলেছেন তিনি।