যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, আর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের পরপরই একাধিক ছোট বিস্ফোরণ হয়, এতে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, “এই বিস্ফোরণ ছিল বিধ্বংসী। উদ্ধারকর্মীরা সকাল গড়িয়ে যাওয়ার পর ঘটনাস্থলটি নিরাপদ করতে সক্ষম হয়েছেন।”
তিনি আরও জানান, “আমাদের কয়েকজন এখনো নিখোঁজ আছেন, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে—কিছু মানুষ প্রাণ হারিয়েছেন।”
বিস্ফোরণটি ঘটে অ্যাকুরেট এনার্জি সিস্টেমস এলএলসি নামের একটি প্রতিষ্ঠানে, যা টেনেসির ন্যাশভিল শহর থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে, হিকম্যান ও হামফ্রিস কাউন্টির সীমান্তে অবস্থিত। প্রতিষ্ঠানটি সামরিক ব্যবহারের জন্য উচ্চমাত্রার বিস্ফোরক যৌগ ও বিশেষায়িত পণ্য উৎপাদন করে থাকে।
দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণ এবং পরিস্থিতি মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে দ্বিতীয় দফায় বিস্ফোরণের আশঙ্কায় তারা নিরাপদ দূরত্বে থেকে কাজ করছেন।
কারখানার আশপাশের বাসিন্দারা বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কা অনুভব করেছেন। স্থানীয় বাসিন্দা জেন্ট্রি স্টোভার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, “আমি ভেবেছিলাম, আমার ঘরটা মাথার ওপর ভেঙে পড়েছে। আমি অ্যাকুরেট কোম্পানির খুব কাছেই থাকি। ঘুম থেকে ওঠার কয়েক সেকেন্ড পরই বুঝতে পারি, নিশ্চয়ই বড় কিছু ঘটেছে।”
হিকম্যান কাউন্টি শেরিফের কার্যালয় জরুরি সেবা সংস্থাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন করতে সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।