Dark
Light
Today: October 15, 2025
September 24, 2025
18 mins read

টিএসসিতে হাসিনার ছবিতে ডিম ছোড়া হলো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বৈরশাসক শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে ক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরে কারও ক্ষমতায় যাওয়ার স্বপ্নও পূরণ হবে না।

পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ জিয়া বা খালেদা জিয়া এই রাজনীতি করেননি। আপনারা যদি এই রাজনীতি করেন, তাহলে আমরা আপনাদের বিষয়ে নতুন করে ভাবব। আপনারা মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।

তিনি বলেন, ড. ইউনূস আমাদের সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতাদের নিউইয়র্ক নিয়ে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে ছেড়ে দিয়েছেন। আমরা তার কাছে এর জবাব চাই। 

মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, গত ১৫ বছর ধরে যারা দেশে স্বৈরশাসন কায়েম করেছে, তারাই এখন নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে নতুন বয়ান তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ নেতাদের সঙ্গে যা ঘটেছে, তা প্রমাণ করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছেন। নিউইয়র্কের মতো জায়গায় যে অব্যবস্থাপনা দেখা গেছে, তা উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর হামলা ও হেনস্তা কেবল গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর আঘাত নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্যও এক সতর্কবার্তা। তাদের মতে, এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলও এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান। তারা বলেন, এই ঘটনা প্রমাণ করে সফররত রাজনৈতিক নেতাদের নিরাপত্তা প্রদানে সংশ্লিষ্টরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে তারা দূতাবাসের উদ্যোগে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচার প্রক্রিয়াসহ সামাজিক প্রতিরোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখতে না পারায় এই ন্যক্কারজনক হামলার সাক্ষী হতে হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ : নিউইয়র্কের ঘটনার প্রতিবাদে ঢাবির টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্য রেড জুলাই’ নামের একটি সংগঠন। সংগঠনের সদস্যসচিব সজিব হোসেন যুগান্তরকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি। যেমন পুলিশ লীগ, আনসার লীগ ইত্যাদি। তবে আওয়ামী ফ্যাসিস্টরা যখন পেরে উঠছে না তখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখনই এই আওয়ামী ফ্যাসিস্টদের পাওয়া যাবে তাদেরকেও ডিম মেরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। 

নারায়ণগঞ্জে বিক্ষোভ : নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ৫ আগস্ট মানুষ রায় দিয়ে দিয়েছে। তারা আর এ দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কর্মসূচিতে কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। 

বরিশাল : বরিশাল শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা আমাদের নেতাদের ওপর হামলা করেছে। স্বৈরাচাররা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, তারা আর ফেরত আসবে না। হামলা করে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে।

দিনাজপুর : দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের পতিত নেতাকর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক আখতার হোসেন ও ডা. তাসনীম জারাকে অপমান করেছে—এ ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার গুলি যাদের ভয় দেখাতে পারেনি, তাদের ফ্যাসিবাদের ডিম নিক্ষেপ ভয় দেখাতে পারবে না। যারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করে, তারা কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না।
সমাবেশটি পরিচালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ। এতে বক্তব্য দেন জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম ও যুবশক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী প্রমুখ।

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি চেরাগি পাহাড় মোড় প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় সমাবেশে মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুবশক্তি ও শ্রমিক উইংয়ের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতে বারবার হামলা হচ্ছে যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে, সেগুলোয় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। জামিনে এসে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে। দেশে ছোট ও বড় পর্যায়ে এসব ঘটনা ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও তারা প্রতিনিয়ত বিভিন্ন নেতাকর্মীর ওপর হামলা করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। সরকারের যেসব জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

যুবলীগ নেতা মিজান, এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন

Next Story

প্রধান উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণের জন্য ডব্লিউটিও’র সহায়তা চান।

Previous Story

যুবলীগ নেতা মিজান, এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন

Next Story

প্রধান উপদেষ্টা এলডিসি থেকে উত্তরণের জন্য ডব্লিউটিও’র সহায়তা চান।

Latest from Blog

আলি আমজদের ঘড়িঘর

সরোজ কান্তি দেওয়াঞ্জী , সিলেট শহরের কোর্ট পয়েন্টে, সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক পুরোনো সাক্ষী—আলি আমজদের ঘড়িঘর।যে ঘড়িঘর দিনের আলোয় সময় বলে, আর রাতে শহরের নিস্তব্ধতায় অতীতের গল্প শোনায়। বলা হয়,

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ২০২৫ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক

কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত, তাদের কণ্ঠ রেকর্ডসহ প্রমাণ রয়েছে: তাহের

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা প্রশাসনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুগতদের বসিয়ে ‘পরিকল্পিত নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেছেন, এ ষড়যন্ত্রে

শাপলার পরিবর্তে নতুন প্রতীক নির্বাচনে এনসিপিকে সময়সীমা নির্ধারণ করল ইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামী ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে শাপলার বিকল্প প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫ হাজার টাকা

আওয়ামী লীগের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, আর সেই অর্থ ব্যবহার করে তারা আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যদের ঝটিকা মিছিলে অংশ নিতে প্রলুব্ধ করতে
Go toTop

Don't Miss

আলি আমজদের ঘড়িঘর

সরোজ কান্তি দেওয়াঞ্জী , সিলেট শহরের কোর্ট পয়েন্টে, সুরমা নদীর

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ২০২৫ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনের