বাংলাদেশের সংগীতাঙ্গনের গৌরব সাবিনা ইয়াসমিন। সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে আসছেন তিনি। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে তার জীবন, কর্ম ও সংগীতভ্রমণ নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল সাবিনা ইয়াসমিন’। শাইখ সিরাজ নির্মিত এই ডকুফিল্মে রয়েছে শিল্পীর তিন পর্বের সাক্ষাৎকার। এতে তুলে ধরা হয়েছে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তার দীর্ঘ সংগীতযাত্রা, লড়াই-সংগ্রাম, সাফল্য এবং স্মৃতিময় অভিজ্ঞতার গল্প।
বাংলা গানের নক্ষত্র সাবিনা ইয়াসমিনের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। কেউ লিখেছেন, বাংলা গানের ইতিহাস আপনার নাম ছাড়া অসম্পূর্ণ। আরেকজন মন্তব্য করেছেন , আপনি শুধু শিল্পী নন, আমাদের আবেগ, আমাদের গর্ব। জন্মদিনে ভক্তদের একটাই প্রার্থনা, বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন সুস্থ থাকুন, তার কণ্ঠে আরও নতুন গান শোনার সৌভাগ্য হোক। কারণ তিনি শুধু একজন শিল্পী নন, তিনি বাংলা গানের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল তার। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন সাবিনা ইয়াসমিন। সেই শুরু, তারপর এক অমলিন যাত্রা।