নিউইয়র্কের সাউথ জ্যামাইকায় দ্রুত সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। তার প্রাণবন্ত প্রমাণ মিলল গত ২৭ সেপ্টেম্বর শনিবার, দিনব্যাপী অনুষ্ঠিত পথমেলায়। প্রবাসের জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার আয়োজন করেছিল এ অভূতপূর্ব ও জাঁকজমকপূর্ণ মেলা।
কুইন্সের নতুন বাংলাদেশি বসতিস্থল সাউথ জ্যামাইকার মেরিক বুলেভার্ড সংলগ্ন পার্কে আয়োজিত এ মেলায় উপচে পড়া ভিড়ে মুখর ছিল চারদিক। শুধু বাংলাদেশি নয়, ভিন্ন ভাষাভাষী মানুষেরাও মেলায় অংশ নিয়ে দিনভর আনন্দ ভাগাভাগি করেছেন।
আয়োজক আহ্বায়ক বেলাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে মেলায় নানা খাবার ও পণ্যের স্টলে ছিল উৎসবমুখর ব্যবসা। কমিউনিটির পরিচিত মুখ সোনিয়া শারমিন সিরাজের প্রাণবন্ত উপস্থাপনায় দিনজুড়ে চলেছে নৃত্য-গীত ও শুভেচ্ছা বক্তব্য।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, কমিউনিটি লিডার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবিব প্রমুখ।
গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন কিংবদন্তি মরমী শিল্পী আবদুল আলীমের কন্যা জোহরা আলীম, প্রবাসের জনপ্রিয় শিল্পী শিমুল খান, শাহ মাহবুব, রোকসানা মির্জাসহ অনেকে।
মেলার বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে দর্শকরা উৎসাহভরে টিকিট কিনে অংশ নেন। বিজয়ীদের আনন্দমুখর মুহূর্ত সবার মনে বাড়তি উৎসবের রঙ ছড়ায়। সবশেষে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে এই পার্কে আরও বড় আয়োজন হবে।
মেলার সদস্য সচিব ছিলেন জহিরুল আমিন তপাদার। আয়োজনে ডায়মন্ড স্পন্সর হিসেবে ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার, আর গোল্ড স্পন্সর ছিল এম্পায়ার কেয়ার এজেন্সি।