দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী মহা আড়ম্বরে উদযাপন করেছে চীন। এ উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে দেশটি। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। খবর আল জাজিরার।
আজ বুধবার সকালে তিয়ানানমেন স্কয়ারে কুচকাওয়াজ তত্ত্বাবধান করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি একইসাথে চীনের সামরিক বাহিনী এবং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান।
কুচকাওয়াজে প্রদর্শন করা হয় চীনের সর্বাধুনিক অস্ত্র, ট্যাংক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্টেলথ ফাইটার জেট। আরো রয়েছে লেজার অস্ত্র ও পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন।
বিদেশি অতিথিদের মধ্যে আছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়ং কুয়ং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া। এছাড়া, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও রয়েছেন।
শি জিনপিং প্রথমে চীনা যুদ্ধবীরদের স্বাগত জানান এবং পরে তিয়ানআনমেন স্কয়ারের গেট অব হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশে ভাষণ দেন। প্রায় ১০ হাজার সেনাসদস্যের সামনে তিনি বলেন, ‘চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলতে থাকবে।’
তিনি বলেন, ‘অপ্রতিরোধ্য চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। চীনের জনগণ শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে এবং বিশ্ববাসীর সঙ্গে মিলে মানবতার অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে।’