চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। তারা নির্বাচনে কারচুপির প্রতিবাদে স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রাত ১১টার পর থেকে জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন। রাকিব বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল কারচুপির চেষ্টা চলছে। আমরা ইতোমধ্যে একাধিক অনিয়মের প্রমাণ পেয়েছি। এ কারণেই আমরা শাহবাগে অবস্থান নিয়ে প্রতিবাদ করছি।”
এর আগে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়, হল ও হোস্টেল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয় এবং ২৩২টি পদের জন্য মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটারদের কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হয়—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি এবং হল সংসদের ১৪টি পদে। সর্বোচ্চ ১০ মিনিটে ভোটদান সম্পন্ন করার সময় নির্ধারণ করা হলেও, নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা প্রয়োজন অনুযায়ী যথেষ্ট সময় নিয়ে ভোট দিতে পারবেন।
এ নির্বাচনের ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটাররা বৃত্ত পূরণ করে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।
নির্বাচন বিতর্কমুক্ত করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের সভাপতিরা ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে ছবি। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে। এদিন ১১ বার করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেশাটল ট্রেন। এ ছাড়া চলাচল করেছে ১৫টি বাস।