স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউক্রেন ও গাজার যুদ্ধ ইস্যুতে ইউরোপ ও পশ্চিমাদের দ্বিমুখী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলার প্রতি ইউরোপ ও পশ্চিমাদের প্রতিক্রিয়া একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে, স্প্যানিশ প্রধানমন্ত্রী আরো বলেন, এই দ্বিমুখী নীতি বিশ্বব্যাপী ইউরোপ ও পশ্চিমাদের অবস্থানকে দুর্বল করছে।
গাজায় গণহত্যার জন্য ইসরাইলকে অভিযুক্তকারী প্রথম শীর্ষ এই ইউরোপীয় নেতা বলেন, অন্যান্য ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে স্পেনকে অনুসরণ করছে, এতে তিনি সন্তুষ্ট। তবে গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়া দুর্বল বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপ অবশ্যই ব্যর্থ। এটাও বাস্তবতা যে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা ইসরাইলকে কীভাবে প্রভাবিত করতে হবে তা নিয়ে বিভক্ত।’
তার মতে, ‘এই বিভক্তি গ্রহণযোগ্য নয়। আমরা যদি অন্যান্য সংকটের ক্ষেত্রে আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাই, যেমন ইউক্রেনে আমরা যে সংকটের মুখোমুখি হচ্ছি, তাহলে আমরা বেশি দিন টিকে থাকতে পারব না।’
সানচেজ বলেন, ‘এই যুদ্ধের শিকড় সম্পূর্ণ ভিন্ন। কিন্তু দিনশেষে বিশ্ব ইইউ এবং পশ্চিমা সমাজের দিকে তাকিয়ে আছে। তারা জানতে চাইছে, ইউক্রেন ও গাজার ক্ষেত্রে তোমরা কেনো দ্বিমুখী নীতি অবলম্বন করছো?’
সাক্ষাতকারে স্প্যানিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা এখন গাজায় যা দেখছি তা সম্ভবত একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে অন্ধকার ধাপগুলোরর মধ্যে একটি।’
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরাইলের কৌশলগত অংশীদারিত্ব স্থগিত করার পক্ষে মত দিয়েছেন সানচেজ।