বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বামীর সমাধির পাশে গাড়িতেই বসে তিনি দোয়া করেন। পরে সেখান থেকে গুলশানের বাসায় ফিরে যান।
বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে বেগম জিয়া চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। এর আগে রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তিনি চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেন।
বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার এই সমাধি জিয়ারতের বিষয়টি হঠাৎই ঘটে। ঠিক কী কারণে তিনি হঠাৎ সেখানে যান, তা তারা জানেন না। দলের এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, “স্বামীর সমাধি জিয়ারত করা তার জন্য অস্বাভাবিক কিছু নয়।” অন্য এক নেতা মন্তব্য করেন, “জেল থেকে মুক্তির পর এটি ছিল তার প্রথম সমাধি জিয়ারত, যা বেশ আকস্মিক। সম্ভবত এটি তার ব্যক্তিগত ইচ্ছা থেকেই এসেছে।”
দলটির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বুধবার রাতে বেগম জিয়া নিজেই হঠাৎ স্বামীর সমাধি জিয়ারতের ইচ্ছা প্রকাশ করেন। এরপর তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার ব্যবস্থা করা হয়। তার মতে, এই জিয়ারতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ বেগম খালেদা জিয়া তার স্বামীর সমাধি জিয়ারত করেছিলেন। দীর্ঘ সাত বছর পর পুনরায় তার এই জিয়ারতকে ঘিরে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।