জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমে সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেন। এরপর সাকিব ও আসিফের পাল্টাপাল্টি পোস্ট ঘিরে সমালোচনা ও আলোচনার ঝড় বইছে অনলাইনে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে আবারও পোস্ট দেন আসিফ মাহমুদ। সেখানে তিনি সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা ও নির্বাচন প্রসঙ্গে ইঙ্গিত করে লেখেন—
“ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছি, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হইনি।”
তিনি আরও লেখেন, “যিনি ছাত্র-জনতার রক্তে হাত রাঙিয়েছেন, তাকে দেশের পতাকা বহনের সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্মকর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের সমর্থন, শেয়ারবাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং ও আর্থিক জালিয়াতিতে জড়িত একজনকে কেন শুধুমাত্র ভালো ক্রিকেটার হওয়ার কারণে পুনর্বাসন করতে হবে?”
সাকিব আল হাসানকে উদ্দেশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ শেষে লেখেন, ‘আইন সবার জন্য সমান, মুখোমুখি হোন।’
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
পোস্টে আসিফ মাহমুদ কারও নাম উল্লেখ না করলেও, এরপরই সাকিব আল হাসান পাল্টা পোস্ট করেন। যদিও সাকিবও কারও নাম উল্লেখ করেননি।