Dark
Light
Today: October 19, 2025
October 19, 2025
5 mins read

ইসি সচিবের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইসি সচিবালয়ে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রতিনিধিদলটি সচিবালয়ে উপস্থিত হয়।

সূত্র জানায়, এনসিপির জন্য প্রতীক বাছাইয়ের আজই শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না বাছাই করলে, কমিশন নিজ উদ্যোগে তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।

এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে এনসিপিকে চিঠি পাঠায় কমিশন। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নিবন্ধন চায় এবং এ বিষয়ে কোনো বিকল্প ভাবনা তাদের নেই।

উল্লেখ্য, শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে এনসিপি অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন হলে এই প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে।

এদিকে শাপলা প্রতীক না পেলে এনসিপি দল হিসেবে ইসির নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। গতকাল দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ প্রসঙ্গে সারোয়ার তুষার আরও বলেন, ‘ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। ইসির সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলেই শাপলা তালিকাভুক্ত করতে পারে।’

অন্যদিকে শাপলা প্রতীক না দিলে বর্তমান নির্বাচন কমিশনের যে কোনো কার্যক্রমে অনাস্থা জানানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ইসি যদি শাপলা প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে তাহলে এই কমিশনের যে কোনো কার্যক্রমে আমাদের অনাস্থা থাকবে।’

Previous Story

আগুন নিয়ন্ত্রণে ২৬ ঘণ্টা লেগেছে, কারণ জানালো ফায়ার সার্ভিস

Latest from Blog

আগুন নিয়ন্ত্রণে ২৬ ঘণ্টা লেগেছে, কারণ জানালো ফায়ার সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে টানা সাড়ে ২৬ ঘণ্টা। আগুন পুরোপুরি নেভাতে দেরি হওয়ার পাঁচটি কারণ জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রোববার

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি

বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া পাকিস্তানে সম্মাননা অর্জন করেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ শেষ করে সম্মানজনক কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল অর্জন করেছেন। প্রশিক্ষণে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তার

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, সরকারও স্পষ্ট করেছে যে দলটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল সড়ক, লাখো মানুষের অংশগ্রহণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এই আন্দোলনে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। বিবিসির প্রতিবেদনে বলা
Go toTop

Don't Miss

আগুন নিয়ন্ত্রণে ২৬ ঘণ্টা লেগেছে, কারণ জানালো ফায়ার সার্ভিস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা