তিন বছর বিরতির পর আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। একসঙ্গে তারা এর আগে অভিনয় করেছেন নাটক ‘আদার হাফ’, ‘অবশেষে’ এবং ‘মরিবার হলো তাঁর সাধ’-এ। এবার নতুনভাবে জুটি বেঁধেছেন একটি বিজ্ঞাপনে, যার নির্মাতা আশিকুর মাহবুব।
মিম বলেন, “দীর্ঘদিন পর তাহসান ভাইয়ের সঙ্গে আবার কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি, দর্শকরাও আমাদের একসঙ্গে দেখে আনন্দ পাবেন।” চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
এদিকে সংগীতজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান। অন্যদিকে মিম শিগগিরই নতুন সিনেমার শুটিংয়ে ফিরবেন।