নিউ জার্সির আটলান্টিক সিটিতে প্রাণের উচ্ছ্বাসে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। শহরের ১০৯ উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে গত ২৮ সেপ্টেম্বর, রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসবের পর্দা ওঠে। আগামী ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে পূজা সমাপ্ত হবে। এবছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন হাতিতে চড়ে এবং বিদায় নেবেন পালকিতে চড়ে।
উৎসবকে ঘিরে থাকছে নানা আয়োজন—পূজা-অর্চনা, অঞ্জলি, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা এবং মহাপ্রসাদ বিতরণ। ২৮ সেপ্টেম্বর রবিবার রাতে গীতা সংঘের শিল্পীদের পরিবেশনায় ‘মহালয়া’ শীর্ষক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। শুরু থেকেই ধূপ-ধুনো, ঢোল-করতাল আর উলুধ্বনির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
আবালবৃদ্ধবনিতার রঙিন সাজে ও আকর্ষণীয় পোশাক-আশাকে মন্দির এলাকা রূপ নেয় উৎসবের মিলনমেলায়। প্রবাসী হিন্দুদের স্রোত এসে মিশে যায় এ প্রাঙ্গণে, যেখানে তারা সারাক্ষণ ডুবে থাকেন আনন্দ-উৎসবের আবহে।