নিউ জার্সির আটলান্টিক সিটি কাউন্সিলের কাউন্সিল এট লার্জ পদে বাংলাদেশি–আমেরিকান সোহেল আহমদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ডে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের পাশাপাশি টিম স্মলের প্রার্থীদের সমর্থনে জোরালো নির্বাচনী প্রচারণা চলছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধি এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাঁদের অংশগ্রহণে টিম স্মলের সমর্থনে ব্যাপক জনস্রোত সৃষ্টি হয়েছে।
প্রার্থীরা বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয়সহ বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। সিটির ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে টিম স্মলের পক্ষে ভোট চেয়ে তাঁরা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারের ধারাবাহিকতায় আটলান্টিক সিটিতে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরীসহ টিম স্মলের পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে। এই জনজোয়ারকে মূলধন করে আগামী ৪ নভেম্বর, মঙ্গলবারের নির্বাচনে টিম স্মলের জয় নিশ্চিত হবে বলে কমিউনিটি নেতারা দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন।
আগামী নির্বাচনে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরীসহ ডেমোক্র্যাট দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
টিম স্মলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট-লার্জ পদে প্যাটিসিয়া বেইলি, স্টিফেনি মার্শাল ও সোহেল আহমেদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ডে সুব্রত চৌধুরী, ক্যাশওয়ান ম্যাকেনলে ও হালিশা ব্রিজারস।