জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা এবং এটি জুলাই চেতনার সঙ্গে প্রতারণার শামিল।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা; এর মাধ্যমে প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়। যদি এর কোনো আইনি ভিত্তি না থাকে, তবে এটি জাতির সঙ্গে প্রহসন ছাড়া কিছু নয়। তাই আমরা এতে অংশ নিইনি।”
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন যদি আলোচনার জন্য আহ্বান জানায়, এনসিপি অবশ্যই তাতে সাড়া দেবে। নোট অব ডিসেন্টের (ভিন্নমত) সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, “শাপলাই হবে এনসিপির প্রতীক, এবং এই প্রতীক নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব।”
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও জনপ্রশাসনের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।
তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, ৯০–এর গণঅভ্যুত্থানের পর তিন দলের রূপরেখা বাস্তবায়ন হয়নি। অতীতের সেই অভিজ্ঞতা থেকে বলছি—সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি পরিবর্তনের কথা বলা হয়, তবে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে।”
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, “৭২–এর সংবিধান অপরিবর্তিত রেখে পুরোনো ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার অপচেষ্টা চলছে—দেশের ভেতরে ও বাইরে। আমাদের অভ্যুত্থান শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধেও।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের ‘জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী’ আখ্যা দেওয়ার বক্তব্যের তীব্র নিন্দা জানান নাহিদ ইসলাম। তিনি সালাহউদ্দিনকে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।